যাদের নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে বাংলাদেশ
নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর শুরু হলো রাওয়ালপিন্ডি টেস্ট। বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এটি। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার (২১ আগস্ট) টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টস জিতে শান্ত বলেন, ‘যেহেতু বৃষ্টি হয়েছে, সেহেতু মাঠে পেসাররা সুবিধা পাবে। আগে বোলিং নেওয়ার এটিই কারণ। আমাদের দলের ভারসাম্য চমৎকার। পেসার ও অলরাউন্ডারের সমন্বয় করে মাঠে নামছি। গত এক সপ্তাহ ধরে আমরা বেশ ভালোভাবে নিজেদের প্রস্তুত করেছি।’
বাংলাদেশ মাঠে নেমেছে তিন পেসার নিয়ে। পেস বিভাগের দায়িত্বটা শরিফুল ইসলামের হাতে। দলে আরও দুই পেসার হাসান মাহমুদ ও তরুণ নাহিদ রানা। দলে থাকা দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
প্রায় তিন বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আর পাকিস্তানের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২০ সালে। দেশটির বিপক্ষে সাদা পোশাকে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে তারা। ৯ বছর আগে একটি ম্যাচে ড্র করেছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।