পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন লিটন
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। এমন পরিস্থিতি ক্রিকেট বোর্ডের পাশাপাশি ক্রিকেটাররাও নিজেদের মতো আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করছেন। এবার সেই তালিকায় যোগ হলো লিটন দাসের নাম। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে প্রাপ্ত পুরস্কারের অর্থ বন্যার্তদের মাঝে দিলেন এই ড্যাশিং ক্রিকেটার ।
আজ রোববার (২৫ আগস্ট) ম্যাচ জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে লিটন লেখেন, ‘পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরষ্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তাঁরা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।’
এর আগে মুশফিকুর রহিমও তার পুরস্কারের অর্থ বন্যার্তদের মাঝে দিয়েছিলেন। তিনি বলেন, `দলের সব খেলোয়াড়ের অনুরোধে আমি এই পুরস্কারের অর্থ বন্যার্তদের দিতে চাই। আপনি জানেন, আমাদের দেশ ভয়াবহ বন্যার কবলে। পাশাপাশি এমন দুর্যোগে সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’
ইতিহাসের সাক্ষী হয়ে থাকল পাকিস্তানের রাওয়ালপিন্ডি। পাঞ্জাব প্রদেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের ইতিহাস তৈরি করলো বাংলাদেশ। শুধু জয় বললে ভুল হবে। এই ম্যাচে তাদেরই মাটিতে পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে সফরকারীরা। জয়ের জন্য মাত্র ৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের বিশাল জয়টি পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম।