বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর এবার সিরিজ জেতার মিশন বাংলাদেশের। প্রথম ম্যাচ জেতায় দ্বিতীয়টি হারলেও ড্র হবে সিরিজ। আর বাংলাদেশ যদি ম্যাচ জেতে কিংবা ড্র করে, তাহলে সিরিজ নিজেদের করে নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল শুক্রবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
এমন ম্যাচের আগে আবহাওয়া নিয়ে পাওয়া গেল দুঃসংবাদ। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদারের বরাতে ক্রিকেট পাকিস্তান আজ জানিয়েছে, দ্বিতীয় টেস্টের প্রথম দিন রয়েছে ঝড়ের শঙ্কা। হতে পারে প্রবল বৃষ্টিপাত। বৃষ্টি হয়েছে আজও। বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনুশীলনে বাগড়া দিয়েছে বৃষ্টি।
রাওয়ালপিন্ডিতে হওয়া প্রথম টেস্টেও ছিল বৃষ্টি। প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছিল চার ঘণ্টা পর। একই শঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিনকে ঘিরেও। এদিন বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে প্রায় ৮০ শতাংশ।
দ্বিতীয় ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দল নিয়ে আত্মবিশ্বাসী তিনি। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়েছে বলে জানান বাংলাদেশ কোচ।
হাথুরুসিংহে বলেন, ‘মানসিকভাবে সবাই খুব চাঙ্গা আছে। পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারানো সহজ কাজ নয়। তারা অনেক শক্তিশালী দল। আমরা দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াইয়ের প্রত্যাশা করছি।’