বাংলাদেশে বিশ্বকাপ না হওয়ায় হতাশ ইংলিশ তারকা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য তৈরিই ছিল বাংলাদেশ। এক দশক পর বাংলাদেশে আয়োজিত হবে বিশ্বকাপ, তা নিয়ে দর্শকরা ছিল রোমাঞ্চিত। শুরু হয়ে গিয়েছিল কাউন্টডাউন। কিন্তু, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ভেস্তে যায় সব। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে।
বাংলাদেশে বিশ্বকাপ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইট। এটিকে লজ্জা বলেও অভিহিত করেছেন তিনি। তবে, পরিস্থিতি বিবেচনায় এটি সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন ইংলিশ দলপতি। এমন খবরই প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
হিদার বলেন, ‘বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন না হওয়াটা দেশটির নারী ক্রিকেট দলের জন্য লজ্জাজনক। তবে, সেখান থেকে আসর সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি সঠিক। বাংলাদেশের মাটিতে খেলার মধ্যে একটা রোমাঞ্চ আছে। তাদের দেশে দর্শক বেশি হয়। ২০১৪ সালে যখন খেলেছি, তা অনুধাবন করেছি। দর্শকের আগ্রহ দেখে ভালো লেগেছে।’
হিদারের মতে, বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন না হলেও খুব বেশি সমস্যা হবে না। দুবাই ও শারজাহর পিচের সঙ্গে বাংলাদেশের মিল আছে বলে বলে করেন এই তারকা।
পিচ প্রসঙ্গে হিদার বলেন, ‘দুবাই ও শারজাহর সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের যথেষ্ট মিল আছে। বাংলাদেশ কিছুটা হলেও সুবিধা পাবে। যদিও, স্বাগতিক হওয়ার ব্যাপারই অন্যরকম। তা থেকে ওরা বঞ্চিত হলো।’