ভুটানে পৌঁছাল বাংলাদেশ ফুটবল দল
ভুটানের বিপক্ষে আগামী সপ্তাহে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ দল। ফিফা স্বীকৃত ম্যাচ দুটি খেলতে আজ শুক্রবার (৩০ আগস্ট) ভুটান পৌঁছেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
ম্যাচ দুটির জন্য গতকাল স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। কোচ হাভিয়ের কাবরেরা চমক দেখিয়েছেন দল নির্বাচনে। ২৩ জনের স্কোয়াডে চারজন আছেন সাফজয়ী দলের সদস্য। তারা হলেন—ফরোয়ার্ড মিরাজুল ইসলাম, রাব্বি হোসেন, চন্দন রায় ও ডিফেন্ডার শাকিল আহাদ।
কোচ হাভিয়েরা কাবরেরা মূলত অপেক্ষা করছিলেন, সাফের ফাইনালের জন্য। ইঙ্গিত ছিল, যুবাদের মধ্য থেকে কয়েকজন জায়গা পাবেন জাতীয় দলের স্কোয়াডে। শেষ পর্যন্ত সত্যি হলো সেটি।
ভুটানের বিপক্ষে দুই ম্যাচের বাংলাদেশ স্কোয়াডে মূল গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মারমা। রক্ষণভাগে তপু বর্মণ, সাদ উদ্দিন, বিশ্বনাথ, ঈসা ফয়সালদের ওপরই ভরসা রাখলেন কাবরেরা। মাঝমাঠে জামাল ভূঁইয়ার সঙ্গে আছেন হৃদয়-সোহেল রানারা। আর আক্রমণভাগের দায়িত্ব মোরসালিন-রাকিব-ফয়সালদের কাছে।
বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন, পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: তপু বর্মণ, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, মেহেদি হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন, শাকিল আহাদ।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), চন্দন রায়, মজিবর রহমান, মিরাজুল ইসলাম।
আক্রমণভাগ: শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, শেখ মোরসালিন, রাব্বি হোসেন, ফয়সাল আহমেদ।