চাপে পাকিস্তান, দ্বিতীয় সেশনে বাংলাদেশের স্বস্তি
মাত্র এক উইকেট হারিয়ে প্রথম সেশনে ৯৯ রান তুলেছিল পাকিস্তান। ধারণা করা হচ্ছিল দ্বিতীয় সেশনেও বড় সংগ্রহ গড়বে স্বাগতিকরা। তবে, সেই ধারণা ভুল প্রমাণ করলেন মিরাজ-তাসকিনরা। তাদের বোলিং দাপটের সামনে এই সেশনে খুব বেশি রান করতে পারেনি স্বাগতিকরা। সেই সঙ্গে এই সেশনে চার উইকেট হারিয়েছে শান মাসুদের দল।
আজ শনিবার (৩১ আগস্ট) চা বিরতির আগ পর্যন্ত ৫৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৩ রান তুলেছে পাকিস্তান। সালমান আগার সঙ্গে ক্রিজে আছেন অভিজ্ঞ রিজওয়ান। এই সেশনে যোগ হয়েছে মাত্র ৮৪ রান।
মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই বিদায় নেন অধিনায়ক শান মাসুদ। মিরাজের মিডল স্টাম্পে পিচ করা ডেলিভারি ভুল লাইনে খেলেন মাসুদ। বল তার প্যাডে আঘাত করতেই জোরাল আবেদনে আঙুল তোলেন আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি পাকিস্তান অধিনায়কের। ২ চারে ৬৯ বলে ৫৭ রান করেন মাসুদ। তার বিদায়ে ভাঙে ১০৭ রানের দ্বিতীয় উইকেট জুটি।
এরপর ফিফটি তুলে নিয়েও ইনিংস বড় করতে পারেননি আইয়ুব। দলীয় ১২২ রানের মাথায় তাকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি দেন মিরাজ। বলটা ঝুলিয়ে দিয়েছিলেন মিরাজ। টোপ দেখে লোভ সামলাতে পারেননি পাকিস্তানি ওপেনার। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়েছিলেন। বল ব্যাটের পাশ দিয়ে চলে যায় লিটনের গ্লাভসে। স্ট্যাম্প ভাঙতে ভুল করেননি তিনি। ১১০ বলে ৫৮ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর দলীয় ১৫১ রানে তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ব্যাটার সৌদ শাকিল। ২৮ বলে ১৬ রানের বেশি করতে পারেননি তিনি।
চা বিরতির ঠিক আগে অভিজ্ঞ বাবর আজমকে ফিরিয়ে উইকেটের খাতায় নাম লেখান সাকিব আল হাসান। সাকিবের স্ট্যাম্প করিডোরে করা বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন বাবর। ৭৭ বলে ৩১ রান আসে তার ব্যাট থেকে।