ইতিহাস গড়ার পথে কী কথা হয়েছিল লিটন-মিরাজের?
গল্পটা প্রথম ইনিংসের। যখন বাংলাদেশের স্কোরবোর্ডে ২৬ রান তুলতে নেই ৬ উইকেটে। সেই ধংসস্তুপ থেকে দলকে উদ্ধার করেছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। অষ্টম উইকেটে রেকর্ড গড়া ১৬৫ রানের জুটিতেই বাংলাদেশের রূপকথার শুরু হয়।
যার শেষটা হয় আজ পঞ্চম দিনে। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে আজ পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। পাকিস্তানে বিপক্ষে যেটা প্রথম সিরিজ জয়ের ইতিহাস।
এই জয়ের পথে লিটন-মিরাজের সেই জুটিই গড়ে দিয়েছিল ব্যবধান। তাইতো, ম্যাচ জয়ের পর উঠে এলো সেই জুটির গল্প।
ম্যাচ শেষে নিজেদের ঐতিহাসিক জুটি নিয়ে লিটন বলেছেন, ‘এটা অনেক বড় অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য। এটার অংশ হতে পেরে আমি খুশি। আমি আর মিরাজ যেভাবে ব্যাটিং করেছি, সেটাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।’
ওই জুটিটে গড়ার সময় মিরাজের সঙ্গে কী কথা হয়েছিল জানতে চাইলে লিটন বলেছেন, ‘সেদিনের জুটির জন্য মিরাজের কর্তৃত্ব দিতেই হয়। আমি প্রথমে হাতে ব্যথা পাই। সে জন্য প্রথম কিছু বল হিট করতে পারছিলাম। মিরাজ তখন টেনেছিল। এরপর আমি ও মিরাজ মিলে দারুণ একটা মোমেন্টাম ধরে ফেলি। প্রতিটি ব্যাটাদের জন্য মোমেন্টাম খুব জরুরি। যেটা ধরে রাখাই আমাদের প্রধান লক্ষ্য ছিল। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম এটা নিয়ে। দুজন মিলেই আলোচনা করে চেষ্টা করছিলাম কতদূর টেনে নেওয়া যায়।’
নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকেই কেবল হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার সেই তালিকায় যোগ হলো পাকিস্তানের নাম। তা ছাড়া পাকিস্তানের ঘরের মাঠে কেবল ইংল্যান্ডই পেরেছিল তাদের হোয়াইটওয়াশ করতে। ইংলিশদের পর এবার বাংলাদেশের কাছে একই লজ্জা পেলেন বাবর আজমরা।