মিরাজকে যে পরামর্শ দিয়েছিলেন লিটন
বাংলাদেশ যখন ২৬ রানে ছয় উইকেট হারায়, তখন ফলোঅনের লজ্জায় পড়ার শঙ্কা তৈরি হয়। সেটি হয়নি। উল্টো পাকিস্তানি বোলারদের সামলে দারুণ ব্যাটিং করেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সপ্তম উইকেটে মিরাজ ও লিটনের ১৬৫ রানের জুটি ম্যাচে ফেরায় বাংলাদেশকে, যা পরবর্তীতে বড় ভূমিকা রাখে ম্যাচ জয়ে।
লিটনের ব্যাট থেকে ১৩৮ রানের ইনিংস এলেও সেঞ্চুরি মিস করেন মিরাজ। তবে, তার করা ৭৮ রান পরিস্থিতি বিবেচনায় দুর্দান্ত। দুই টেস্টেই ফিফটি করা মিরাজ পেয়েছেন সিরিজ সেরার পুরস্কারও। বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ।
সংবাদ সম্মেলনে মিরাজকে প্রশ্ন করা হয়, তার ইনিংস নিয়ে। পাশাপাশি যখন ক্রিজে নামেন তখন কী ভাবছিলেন, জানতে চাওয়া হয় সেই ব্যাপারে। সে সময় লিটন তাকে শান্ত থাকার পরামর্শ দিয়েছিলেন বলে জানান মিরাজ।
মিরাজ বলেন, ‘মাঠে যখন নামি, পরিস্থিতি আমাদের পক্ষে ছিল না। আমরা ততক্ষণে অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছি। লিটন আমাকে বলছিল, কয় উইকেট গেছে তা মনে রাখতে হবে না। এটা আমাদের হাতে নেই। এখন টিকে থাকতে হবে। ঠান্ডা মাথায় দেখেশুনে খেলতে হবে। চেষ্টা করতে হবে স্কোরবোর্ডে রান তোলার। আশাকরি, আমরা পারব।’