ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ দলকে তারেক রহমানের অভিনন্দন
ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের ধবলধোলাই করে দুই ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুটি টেস্টেই শান্তবাহিনী খেলেছে আধিপত্য বিস্তার করে। দলও পেয়েছে এর সুফল, নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়েছে বাংলাদেশ।
প্রথম টেস্টে ১০ উইকেটে পাওয়া জয়ের পর দ্বিতীয় টেস্টে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছে ছয় উইকেটে। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, ‘পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন! ক্রিকেট বোর্ডে ক্রিকেটার এবং প্রশাসকদের মধ্যে যোগ্যতা নিশ্চিত করা গেলে আমরা সামনের দিনগুলাতে আরও বড় অর্জন করতে পারব বলে আশা করি।’
এদিকে, বাংলাদেশ সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, আজ মঙ্গলবার এক বার্তায় তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে এই অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেরা সারাবিশ্বে বাংলাদেশের জন্য ধারাবাহিক যে সম্মান বয়ে আনছে তাতে আমি গৌরবান্বিত। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারিয়ে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ন রাখতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান এবং ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।