দেশকে স্বস্তি দেওয়ায় শান্তদের প্রশংসায় ভাসালেন তামিম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/04/tamim.jpg)
ঠিক এমন সময়ে বাংলাদেশের ক্রিকেটাররা জয় এনে দিয়েছেন, যখন দেশের মানুষ প্রায় হাসতে ভুলে গেছে। জুলাই ও আগস্ট জুড়ে হওয়া রাজনৈতিক পরিবর্তন, স্মরণকালের ভয়াবহ বন্যা মিলিয়ে থমথমে সময় পার করছে দেশের মানুষ। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এনে দিয়েছে আনন্দের উপলক্ষ।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ঐতিহাসিক টেস্ট সিরিজে হারিয়েছে বাংলাদেশ। এতটা নিরঙ্কুশ আধিপত্য রেখে খুব কমই খেলেছে বাংলাদেশ। সবমিলিয়ে এই জয় যেন হতাশার মাঝে স্বস্তি। ইএসপিএনক্রিকইনফোতে দেওয়া সাক্ষাৎকারে আজ বুধবার (৪ সেপ্টেম্বর) তামিম ইকবালও বললেন একই কথা।
তামিম বলেন, ‘গত কিছুদিন দেশে খুবই ভিন্ন এক পরিবেশ ছিল। দেশের মানুষ খুব কঠিন সময় পার করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় সবাই স্বস্তি দিয়েছে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। আমরা সবাই জানি, বাংলাদেশে ক্রিকেট মানুষের মনে কতটা জায়গাজুড়ে আছে।’
এর বাইরে ক্রিকেটারদেরও প্রশংসা করেন তামিম। দেশের চলমান পরিস্থিতিতে নিজেদের মানসিক অবস্থা ঠিক রেখে এভাবে ম্যাচ ও সিরিজ জেতা সহজ নয়। সেটিই তুলে ধরেন দেশসেরা ওপেনার। তার মতে, ছেলেরা সাহসিকতার পরিচয় দিয়েছে।
তামিম আরও যোগ করেন, ‘আমাদের ক্রিকেটারদের প্রশংসা করতে হবে। দেশের খারাপ সময়ে তারা যেভাবে নিজেদের ঠিক রেখেছে, বাইরে খেলতে গেছে, এটি সাহসের ব্যাপার। তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে।’