রাজনীতিতে আসবেন? উত্তরে যা বললেন তামিম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/tamim.jpg)
ক্রিকেটারদের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। বাংলাদেশে মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান হয়েছেন এমপি। ক্যারিয়ারের সায়াহ্নে থাকা তামিম ইকবালও কি রাজনীতিতে নাম লেখাবেন। এমন প্রশ্ন ওঠা দোষের নয়। রাজনীতি নিয়ে আপাতত তেমন কোনো ভাবনা নেই দেশসেরা এই ব্যাটারের।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের শিরোপা জয়ের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রাজনীতিতে আসবেন কি না এমন প্রশ্নে তামিমের হাস্যোজ্জ্বল উত্তর, ‘এখন তো আমি অবসরে, তাই আসলেও ওইরকম কোনো আলোচনা হবে না। তবে, এই বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই, দেখা যাক।’
বাংলাদেশ ক্রিকেটের দুই বড় তারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান পেশাদার খেলোয়াড় থাকা অবস্থায়ই রাজনীতিতে জড়িয়েছেন। আওয়ামী লিগ থেকে সংসদ সদস্যও হয়েছেন। দুজনের কেউই রাজনীতিতে আসার পরও খেলা থেকে অবসর নেননি।
একটা সময় মাশরাফী-সাকিব ছিলেন সবার প্রিয়। সব মতাদর্শের মানুষ খেলার মাঠে তাদের সমর্থন দিতেন রাজনীতিতে আসার আগে। কিন্তু আওয়ামী লীগে যোগ দেওয়ার পর সমর্থকদের কাছে ঘৃণার পাত্র হয়ে ওঠেন তারা। নিয়মিত দুয়ো শুনতে হয়েছে সাকিবকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের এ দুই তারকা ক্রিকেটারের কাছ থেকে কোনো বার্তা না পাওয়ায় তরুণ প্রজন্মের কাছে ভিলেন বনে যান তারা।
শুধু তাই নয় সরকার পতনের পর মাশরাফির নড়াইলের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মাগুরায় সাকিবের রাজনৈতিক কার্যালয়েও হামলা হয়েছে। বর্তমান বাস্তবতায় দেশে সাকিবের নিরাপত্তা ও জাতীয় দলে খেলা খেলা প্রায় অনিশ্চিত। বিদেশ থেকেই ক্যারিয়ারের ইতি টানতে হচ্ছে এই বাঁহাতি অলরাউন্ডারকে।