পাওয়ার প্লেতে বিশ্ব রেকর্ড গড়ে জিতল অস্ট্রেলিয়া
আসন্ন ইংল্যান্ড সফরের আগে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। আর প্রথম টি-টোয়েন্টিতেই অসিরা যা করল, এক কথায় অবিশ্বাস্য! ট্রাভিস হেড-মিচেল মার্শের বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে রীতিমত বিশ্ব রেকর্ড গড়ে জিতল অস্ট্রেলিয়া।
গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) এডিনবরার গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব মাঠে স্কটল্যান্ডের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে তিন উইকেট হারিয়ে মাত্র ৯.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অসিরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়ের রেকর্ড এখন এটাই।
অবশ্য পাওয়ার প্লেতেই জয়ের ভিত গড়ে অস্ট্রেলিয়া। ৬ ওভারে স্কোরবোর্ডে তোলে ১১৩ রান। আগের সর্বোচ্চ ছিল ১০২ রান; যা গত বছরের ২৬ মার্চ সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই দিন ক্যারিবীয়দের দেওয়া ২৫৯ রানের লক্ষ্য ছুঁয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ডও গড়েছিল প্রোটিয়ারা।
অবশ্য রান তাড়ায় নেমে শুরুতেই অভিষিক্ত জেইক ম্যার্গাককে হারায় অস্ট্রেলিয়া। তিন বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপরই উইকেটে আসেন মিচেল মার্শ। এই দুইজনে মিলে গড়েন ১১২ রানের দুর্দান্ত জুটি। মার্শ ৫টি চার ও ৩টি ছক্কায় ৩২৫ স্ট্রাইক রেটে ১২ বলে ৩৯ রান করে আউট হন। মার্শ বিদায় নিলেও নিজের অবস্থানে অটুট ছিলেন হেড। ১২টি চার ও ৫টি ছক্কায় ২৫ বলে ৮০ রান করে আউট হন তিনি। শুধু তাই নয় এই ইনিংসে ১৭ বলে ফিফটি পূরণ করেছেন হেড। যা টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে যৌথভাবে দ্রুততম। ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মার্কাস স্টোয়নিস ১৭ বলে ফিফটি হাঁকিয়েছিলেন।