ভারত সফরে জয় পাওয়া সম্ভব কিনা, জানালেন শান্ত
স্মরণীয় পাকিস্তান সফরের পর দেশে ফিরেছেন ক্রিকেটাররা। যদিও খুব বেশি বিশ্রামের সুযোগ নেই মুশফিকদের। আগামী সপ্তাহেই নেমে পড়তে হবে ভারত সফরের প্রস্তুতিতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সফরটিও বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আপাতত সেই ম্যাচকে নিয়েই ভাবছেন বাংলাদেশের অধিনায়ক। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শান্ত। ভারত সফর নিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই ভারতে জয় পাওয়া সম্ভব। এ রকম সিরিজ জিতলে আত্মবিশ্বাস প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে থাকবে। দলের আত্মবিশ্বাসও ওপরের দিকে থাকবে। ভারত সিরিজ অবশ্যই কঠিন একটি সিরিজ। এটার জন্য আমাদের নতুন করে পরিকল্পনা করতে হবে। প্রস্তুতি নিতে হবে। এখন যে দলের অবস্থা আছে। আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি ভালো করা সম্ভব।’
শান্ত আরও যোগ করেন, ‘প্রত্যেকটা ম্যাচ যখন আমরা খেলি, খেলোয়াড়দের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে আমরা জেতার জন্য খেলবো। খেলোয়াড়দের মধ্যে সব সময় একটা জিনিস থাকে যে, আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয়। এবার ওই জিনিসটা আমরা করতে পেরেছি। এজন্য আমরা জানি, আমরা যদি সেরা খেলাটা খেলতে পারি যেকোনো দলকে আমরা হারাতে পারব। খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি প্রক্রিয়া অনুসরণ করি তাহলে আমার বিশ্বাস সামনের দুটি সিরিজও ভালো করবো।’
সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজ। চেন্নাইয়ে গড়াবে সিরিজের প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজের পর বিরতি থাকবে চার দিনের। ৬ অক্টোবর গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৯ অক্টোবর আর শেষ ম্যাচ ১২ অক্টোবর হায়দরাবাদে।