ভুটানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
মাঠের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে বাংলাদেশের। কদিন আগে সাফের শিরোপা নিজেদের করে নিয়েছে যুবারা। জাতীয় দলের ফুটবলররা তিন মাস পর ফিরেছে আন্তর্জাতিক ফুটবলে। ভুটানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলছে সফররতরা।
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শেখ মোরসালিনের একমাত্র গোলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখান বাংলাদেশের ফুটবলাররা। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই বাংলাদেশ এগিয়ে যায়। মোরসালিনের গোলের পর আরও উজ্জীবিত হয় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বেশ কয়েকটি আক্রমণ করলেও জালের দেখা পায়নি বাংলাদেশ।
দুদলই মাঠে নামে ৪-৩-৩ ফর্মেশনে। ফলে, অনেকটা ম্যান টু ম্যান মার্কিংয়ে খেলে দল দুটি। বাংলাদেশের শক্তির জায়গাটা তাদের তরুণ তুর্কিরা। গত কয়েক বছরে দলটি বেশ শক্তিশালী হয়েছে। নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো। যার প্রভাব পড়ছে মাঠের খেলায়। ভুটানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের এটি প্রথম ম্যাচ।