রোনালদোকে নিয়ে অর্ধযুগ পর রিয়াল মাদ্রিদের পোস্ট
রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। তর্কসাপেক্ষে ক্লাবটির সর্বকালের সেরা ফুটবলার তিনি। কিংবদন্তি এই ফুটবলার স্প্যানিশ ক্লাব মাদ্রিদে ছিলেন দীর্ঘ ৯ বছর৷ এই সময়টাতে ক্লাবকে যেমন দু'হাত ভরে দিয়েছেন, ক্লাবও দিয়েছে তাকে।
২০১৮ সালে মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। তারপর ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে সিআরসেভেনের বর্তমান ঠিকানা সৌদি আরবের ক্লাব আল-নাসের। মাদ্রিদ ছাড়ার পর গত ছয় বছরে বলার মতো বেশ কিছু কীর্তিই গড়েছিলেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ৮০০ ক্যারিয়ার গোল, জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেও তাকে নিয়ে কখনোই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট করেনি মাদ্রিদ। এমনকি জন্মদিনেও জানায়নি কোনো শুভেচ্ছা।
এবার নিরবতা ভেঙেছে স্প্যানিশ ক্লাবটি। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। উয়েফা নেশন্স লিগে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি গোল পান তিনি। এতেই ছুঁয়ে ফেলেন অনন্য এই মাইলফলক। একবিংশ শতাব্দীতে প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা।
এমন অর্জনের পর রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে রোনালদোকে অভিনন্দন জানিয়ে লেখে, 'আরও একটি ঐতিহাসিক অর্জন৷ রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের কিংবদন্তির ৯০০ তম পেশাদার গোল। অভিনন্দন প্রিয় রোনালদো। তোমাকে নিয়ে রিয়াল মাদ্রিদ ও মাদ্রিদের ভক্তরা সবসময় গর্বিত।'