কবে অবসর নেবেন রোনালদো, জানালেন নিজের ভাবনা
বয়স ৪০ ছুঁই ছুঁই। এই বয়সে এসে ক্রিস্টিয়ানো রোনালদো যেন নিজের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছেন প্রতিনিয়ত। পোল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে পর্তুগালের জার্সিতে করেছেন দুর্দান্ত এক বাইসাইকেল গোল। কে বলবে, ক্যারিয়ারের সায়াহ্নে তিনি!
বয়স যত বাড়ছে, বেলা তত ফুরাচ্ছে। সামনে আসছে পর্তুগিজ মহাতারকার অবসরের কথা। এখনই অবসর নেবেন, না কি খেলা চালিয়ে যাবেন, সেটি স্পষ্ট করেছেন রোনালদো নিজেই। সিআরসেভেনের ভাবনায় অবসরের ব্যাপারটি এখনও আসেনি।
রোনালদো বলেন, ‘আসলে কী হবে জানি না। ৪০ এ পড়তে যাচ্ছি। এখন যতদিন পারি ফুটবল উপভোগ করতে চাই। যতক্ষণ খেলার অনুপ্রেরণা পাচ্ছি, চালিয়ে যেতে থাকব। যখন দেখব ভেতর থেকে আর তাড়না পাচ্ছি না, অবসর নিয়ে নেব। অবসর নিয়ে আপাতত পরিকল্পনা নেই।’
পোল্যান্ডের বিপক্ষে পর্তুগালের জয়ের রাতে রোনালদো দুটি রেকর্ড নিজের করে নিয়েছেন। একটি জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড। দেশের জার্সিতে ১৩১ ম্যাচ জিতে এতদিন সবার ওপরে ছিলেন স্প্যানিশ তারকা সার্জিও রামোস। রোনালদো ছাড়িয়ে গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থকে। সিআরসেভেন জিতেছেন ১৩২ ম্যাচ।
একটি জায়গায় পর্তুগিজ অধিনায়ক রোনালদো পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। আন্তর্জাতিক পর্যায়ে ১৭০টি অ্যাসিস্ট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন মেসি। পোল্যান্ডের বিপক্ষে এক অ্যাসিস্টে সিআরসেভেনের অ্যাসিস্ট এখন ১৭১টি, এককভাবে শীর্ষে তিনি।