‘বাংলাদেশকে আরও সমীহ করবে ভারত’
পাকিস্তানে ইতিহাস গড়ে সদ্য ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরে খুব একটা বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। চলতি মাসেই শান্তদের ধরতে হবে ভারতের বিমান। ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে লাল বল ও সাদা বল—দুটোতেই খেলবে বাংলাদেশ।
সিরিজটিতে পরিষ্কারভাবে ফেভারিট ভারত। তার ওপর ঘরের মাঠের সুবিধা। পাবে দর্শকদের সাপোর্টও। সবমিলিয়ে এগিয়ে থাকলেও পাকিস্তান সফর থেকে সিরিজ জিতে আসা বাংলাদেশকে আগের চেয়ে বেশি সমীহ করবেন বলে মনে করেন নাজমুল আবেদীন ফাহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক মনে করে, এই সিরিজ আরও গুরুত্ব দিয়ে খেলবে স্বাগতিকরা। এর জন্য বাংলাদেশের স্ট্রেন্থটা কাজে লাগানোর বার্তা দিলেন তিনি।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নাজমুল আবেদীন বলেছেন, ‘ভারত আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে। আরেকটু পরিকল্পনা নিয়ে খেলবে। আগে বাংলাদেশকে যেভাবে দেখতো সেভাবে দেখবে না।’
এরপর বিসিবির এই পরিচালক বলেন, ‘বাংলাদেশের জন্য ভারত তুলনামূলক একটু কঠিন প্রতিপক্ষ। যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে আমরা খেলেছি সেই মানসিকতা নিয়ে খেলতে পারি কি না সেটা একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিপক্ষে খেলার সময় আমরা যেমন চাপ দিতে পেরেছি সেটা ভারতের বিপক্ষে হয়তো হবে না। এক্ষেত্রে আরও বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে। আরও আত্মবিশ্বাসী হতে হবে। আমাদের এখন স্ট্রেন্থটা আছে ভালো করার সেটা কাজে লাগাতে হবে। আমাদের বোলিংটা এখন ভালো হচ্ছে। একটা ভালো দিক।’
ভারত সফরকে সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যে দলীয় অনুশীলন শুরু করবে বাংলাদেশ। দলে যোগ দেবেন আলোচনায় থাকা কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নাজমুল আবেদীন জানান, ‘সাকিব ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে আসবে খেলতে। আপাতত এই টুকুই জানি। আর হেড কোচ আসবেন। এখানেই আসবেন। আগামী দুই-তিন দিনের মধ্যেই দল ঘোষণা করা হবে। অনুশীলন শুরু হবে।’