আর্জেন্টিনা-কলম্বিয়া মুখোমুখি হবে রাত আড়াইটায়
বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলে শীর্ষে আছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা জয় পেয়েছে সর্বশেষ ম্যাচেও। চিলিকে তারা হারিয়েছিল ৩-০ গোলের ব্যবধানে। আবারও মাঠে নামছে বর্তমান বিশ্বসেরারা। কলম্বিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটায় মাঠে নামবে আর্জেন্টিনা।
সম্প্রতি আর্জেন্টিনা-কলম্বিয়ার লড়াই পেয়েছে নতুন মাত্রা। কোপা আমেরিকার ফাইনালেও মুখোমুখি হয়েছিল দল দুটি। শেষ হাসি হাসে আর্জেন্টিনা। কলম্বিয়ার সামনে তাই সুযোগটা প্রতিশোধের। তারচেয়ে বড় ব্যাপার, এই ম্যাচ জিতলে কলমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে আসবে তারা। তালিকায় এখন তাদের অবস্থান তৃতীয়।
ম্যাচে কলম্বিয়ার বড় শক্তি ঘরের মাঠ। স্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে চেনা দর্শকের সামনে খেলার সময় বাড়তি প্রেরণা কাজ করাই স্বাভাবিক। অন্যদিকে, আরও একটি ম্যাচে লিওনেল মেসিকে ছাড়া নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। গত ম্যাচে গোল করা আলবিসেলেস্তে তারকা ম্যাক অ্যালিস্টারও পড়েছেন চোটে। অবসর নেওয়ায় দলে নেই অ্যাঞ্জেল ডি মারিয়া। সবমিলিয়ে কিছুটা এগিয়েই থাকবে কলম্বিয়ানরা।
আর্জেন্টিনা অবশ্য গত কয়েক বছরে নিজেদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। সব বাধা পেরিয়ে আরেকটি ম্যাচে জয়ের হাসিই হাসতে চাইবে দলটি। মেসির না থাকা নিয়ে ইতোমধ্যে বার্তা দিয়েছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। মেসির ওপর নির্ভরশীলতা কমাতে বলেছেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলে সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট তিন নম্বরে থাকা কলম্বিয়ার।