পেশাদার কোচিং নিয়ে সুখবর দিলেন আশরাফুল
মোহাম্মদ আশরাফুল—বাংলাদেশ ক্রিকেটে একটা সময় তাকে আশার ফুল নামে ডাকত লোকে। বাংলার ক্রিকেটের প্রথম সুপারস্টার বলা চলে তাকে। কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সেঞ্চুরি কখনও ভুলবে না ভক্তরা। সেই আশরাফুলের ক্যারিয়ার শেষ হয়েছে বিতর্কে।
ক্রিকেটার আশরাফুলের অধ্যায় শেষ হলেও নানা ভূমিকায় ব্যাট-বলের দুনিয়াতেই আছেন তিনি। প্রায়ই তাকে দেখা যায় বিশ্লেষকের ভূমিকায়। আশরাফুল এবার নাম লেখাতে চলেছেন কোচিংয়ে। শুরু করেছেন আইসিসির অধীনে প্রশিক্ষণ। ইতোমধ্যে পার করেছেন আইসিসির লেভেল থ্রি কোচিং।
কোচিংয়ে নিজের চলমান উন্নতির কথা নিজেই জানালেন আশরাফুল। তার অফিসিয়াল ফেসবুক পেজে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) একটি পোস্ট করেন তিনি। সেখানে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তুলে ধরেন তার অর্জন।
আশরাফুল বলেন, ‘মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সঙ্গে একটি বিষয় ভাগাভাগি করতে তর সইছে না। আনুষ্ঠানিকভাবে আমি আইসিসির লেভেল থ্রি কোচিং সম্পন্ন করেছি। এই অর্জন ক্রিকেটের প্রতি আমার অনুরাগ এবং দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। আমি উন্নতির ধারা ধরে এগিয়ে যেতে চাই।’
আশরাফুল আরও যোগ করেন, ‘আমার এই অর্জন আশা করি অন্যদেরও অনুপ্রাণিত করবে। ক্রিকেটের উন্নতিতে এবং খেলাটিকে এগিয়ে নিতে আমার সেরাটা দিয়ে যাব।’