গম্ভীরের আইপিএল সেরা একাদশে বাংলাদেশি ক্রিকেটার
আইপিএলের অন্যতম সফল দলের নাম বললেই ওপরের দিকে থাকবে কলকাতা নাইট রাইডার্সের নাম। দলটির অধিনায়ক হিসেবে দুইবার শিরোপা জেতার রেকর্ডও আছে ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরের। এবার আইপিএলে খেলা সতীর্থদের মাঝ থেকে সেরা একাদশ বেছে নিলেন এই সাবেক ক্রিকেটার। যেখানে সুযোগ পেয়েছেন এক বাংলাদেশি ক্রিকেটারও।
সম্প্রতি ভারতের একটি জনপ্রিয় ক্রিকেট ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর তার আইপিএলের সর্বকালের সেরা একাদশ বেছে নেন। সেই একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার রাখার নিয়ম থাকলেও, গম্ভীর তার দলে ছয়জন বিদেশিকে অন্তর্ভুক্ত করেন।
গম্ভীর নিজেই একজন উদ্বোধনী ব্যাটার হিসেবে তার একাদশে রয়েছেন। অন্য উদ্বোধনী ব্যাটার হিসেবে আছেন ভারতের সাবেক ওপেনার রবিন উথাপ্পা। তিন নম্বরে রাখা হয়েছে বর্তমান দলের ক্রিকেটার সূর্যকুমার যাদবকে। এরপর মিডল অর্ডারে জায়গা পেয়েছেন ইউসুফ পাঠান, জ্যাক ক্যালিস এবং আন্দ্রে রাসেলের মতো অলরাউন্ডাররা। তাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিবকে নিজের দলে একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে চিহ্নিত করেছেন গম্ভীর।
স্পিন আক্রমণে ভরপুর এই দলে সাকিবের সাথে আরও আছেন সুনীল নারিন এবং পীযুষ চাওলা। বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেল। অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ঠিকভাবে মূল্যায়ন করতেন না গম্ভীর —এ অভিযোগ অনেকেরই। তবে খেলার মাঠে ব্যাপারটা সোশ্যাল প্ল্যাটফর্মের আলোচনা-সমালোচনার মতো নয়, এবার তা অনেকটাই স্পষ্ট হলো।
গম্ভীরের আইপিএল সেরা একাদশ : গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জ্যাক ক্যালিস, মরনে মরকেল, সাকিব আল হাসান, পীযুষ চাওলা ও ড্যানিয়েল ভেট্টরি।