সালমা-রুমানাদের মাঠ থেকে বিদায় দেওয়ার চেষ্টা করবে বিসিবি
বাংলাদেশ ক্রিকেটের খুব পরিচিত নাম সালমা খাতুন। এক সময় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সালমার নাম জড়িয়ে আছে এ দেশের নারী ক্রিকেটের উত্থানেও। সেই সালমা এখন বাংলাদেশ ক্রিকেটের ব্রাত্য। গত এক বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনাতেও নেই তিনি। স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছে, জাতীয় দলের জার্সিতে অধ্যায়ের অনেকটা ইতি!
আরেক ক্রিকেটার রুমানা আহমেদ। যিনি জাতীয় দলের হয়ে খেলার মাঝে থাকলেও এবার বাদ পড়েছেন বিশ্বকাপ দল থেকে। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার জায়গায় সুযোগ পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা তাজ নেহার।
আজ বুধবার বিশ্বকাপ দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন ওঠে রুমানার বাদ যাওয়ার ইস্যুতে। সেই সঙ্গে আসে সালমা খাতুনের ব্যাপারটিও।
সংবাদ সম্মেলন কক্ষে বিশ্বকাপের দল নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবির নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাশার ও নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ। তখন প্রধান নির্বাচক বলেছেন, ‘সালমা, রুমানা দুজনের সঙ্গেই আমরা কথা বলেছি। তারা যদি দেশের হয়ে শেষ কোনো ম্যাচ খেলতে চায়, অবশ্যই আমরা চেষ্টা করব, তাদের মাঠ থেকে বিদায় দিতে।’
সেই সঙ্গে খেলা ছাড়ার পর সালমা-রুমানারা বোর্ডেও কাজ করতে পারবেন বলে জানান এই নির্বাচক। তিনি বলেছেন, ‘তারা খেলা ছাড়ার পরও বোর্ডে তাদের অন্য ভূমিকায় রাখা যেতে পারে। তবে সিদ্ধান্তটা তো তাদেরই নিতে হবে।’