চেন্নাই টেস্টে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় টেস্ট ফরম্যাটে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। যদিও সম্প্রতি সেই পরিসংখ্যান বদলানোর চেষ্টায় রয়েছে নাজমুল শান্তর দল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর এবার ভারত চ্যালেঞ্জ নিয়ে মুখিয়ে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের.সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের বিপক্ষে টেস্টে কখনও না হারলেও প্রতিবেশীদের হালকাভাবে নিচ্ছে না রোহিতের দল।
২০১৭ ও ২০১৯ সালে ভারতে গিয়ে তিন টেস্টের দুটিতেই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। এবার যে তেমন কিছু হচ্ছে না, তার আভাস দিয়ে রেখেছেন হার্শা ভোগলের মতো জনপ্রিয় ধারাভাষ্যকাররা। বাংলাদেশ এবার তীব্র লড়াই করবে বলেই আশা সবার। পাকিস্তান সফরে দুর্দান্ত খেলা বাংলাদেশকে অবমূল্যায়ন করলে বিপদ হতে পারে স্বাগতিকদের।
ভারত তাদের নতুন হোম সিজন শুরু করার আগে ঘরের মাঠে টানা ১৭ টেস্ট সিরিজ জিতে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে। তবুও নাজমুল হোসেন শান্তরা নির্ভার। তারা প্রতিপক্ষ কে, সেটা নিয়ে নয়। নিজেদের শক্তিমত্তা দিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানাতে মরিয়া চন্ডিক হাথুরুসিংহের শিষ্যরা।