সাজঘরে কোহলি, বাংলাদেশের উড়ন্ত শুরু
চেন্নাই টেস্টে অবিশ্বাস্য শুরু করেছে বাংলাদেশ। টস জিতে বোলিং নিয়েই চেপে ধরেছে স্বাগতিকদের। দলীয় ৩৪ রানের মধ্যেই তিন উইকেট হারাল ভারত। রোহিত, গিলের পর এবার সাজঘরে ফিরলেন তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনটি উইকেটই নিয়েছেন পেসার হাসান মাহমুদ। হাসান মাহমুদের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দেন কোহলি। আউটের আগে করেন ৬ বলে ৬ রান।
হাসানের জোড়া আঘাত, রোহিতের পর সাজঘরে গিল
টস জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বোলিং নেওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল, সেটাই প্রমাণ করছে বোলাররা। অধিনায়ক রোহিত শর্মাকে ফেরানোর পর এবার টপঅর্ডার ব্যাটার শুভমান গিলকে ফিরিয়ে দারুণ শুরু করল বাংলাদেশ। দুটো উইকেটই নিয়েছেন পেসার হাসান মাহমুদ। দলীয় ২৮ রানের মাথায় হাসানের বলে ফ্লিক করতে গিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দেন গিল। ৮ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার।
আম্পায়ার্স কলে বাঁচলেও টিকলেন না রোহিত
বল হাতে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই হাসান মাহমুদের স্ট্যাম্প করিডোরে করা বল সজোরে আঘাত হানে অধিনায়ক রোহিত শর্মার প্যাডে। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক শান্ত। তবে, টিভি রিপ্লেতেও আম্পায়ারের সিদ্ধান্তে অনড় থাকেন থার্ড আম্পায়ার।
তবে, তাকে ফেরাতে সময় লাগেনি বাংলাদেশের। দলীয় ১৪ রানের মাথায় হাসান মাহমুদের বলে স্লিপে থাকা অধিনায়ক শান্তর হাতে ক্যাচ দেন রোহিত। সাজঘরে ফেরার আগে করেন ১৯ বলে ৬ রান।
তিন পেসার নিয়ে লড়াইয়ে বাংলাদেশ-ভারত
চেন্নাইতে খেলা হচ্ছে লাল মাটির উইকেটে। যেখানে বাউন্স ও গতি থাকবে। এমন উইকেটে দুই দলের সমন্বয়ই একইরকম। তিন পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলছে ভারত-বাংলাদেশ। দুই দলের বিশেষজ্ঞ স্পিনাররাই আবার অলরাউন্ডার।
ভারতীয় দলে তিন পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দিপের সঙ্গে নেওয়া হয়েছে দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে। আর বাংলাদেশ তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানার সঙ্গে দুই পেস অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে একাদশ সাজিয়েছে।
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরুর আগে আকাশ কিছুটা মেঘলা। শান্ত জানান এই কন্ডিশনে পেসাররা সুবিধা পাবে তাই বল করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মাও জানান, টস জিতলেও তিনিও বোলিং বেছে নিতেন।
পিচ রিপোর্টে দিনেশ কার্তিক বলেছেন, 'চেন্নাইয়ের গড়পড়তা দিনের চেয়ে ভিন্ন বৃহস্পতিবার। সকালে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে দিন এগোনোর সঙ্গে সঙ্গে ৩৩-৩৪ ডিগ্রি হতে পারে। লাল মাটির উইকেট। যার মানে খেলা যত এগোবে টার্ন ও বাউন্স বাড়বে। তাই স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারেন। উইকেটে আর্দ্রতা আছে। তাই শুরুতে পেসারদের সুবিধা থাকবে।