চেন্নাই টেস্ট
প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
বোলাররা তাদের কাজ করেছেন ঠিকঠাক। আগের দিন প্রতিরোধ গড়া ভারতকে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালেই থামিয়ে দেন পেসাররা। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বোলিং তোপে আজ মাত্র ৩৭ রান তুলতেই শেষ চার উইকেট হারায় ভারত। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারত অলআউট হয় ৩৭৬ রানে। জবাবে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৯ ওভারে ২৬ রানে তিন উইকেট।
বোলারদের সফলতা ধরে রাখতে পারেননি ব্যাটাররা। ভারতীয় পেসারদের সামনে দিশেহারা বাংলাদেশি টপ অর্ডার। স্কোরবোর্ডে ২২ রান তুলতেই নেই তিন উইকেট। আসা যাওয়ার মিছিলে শামিল দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান, গোল্ডেন ডাকে ফিরে গেছেন অভিজ্ঞ মুমিনুল হকও।
জাসপ্রীত বুমরাহর করা প্রথম ওভারের শেষ বলেই উইকেট হারায় বাংলাদেশ। মাত্র দুই রান করে বোল্ড হন সাদমান। এরপর বেশ খানিকটা সতর্ক হয়েই খেলছিল বাংলাদেশ। বেশিক্ষণ সেটি ধরে রাখতে পারেননি ব্যাটাররা। নবম ওভারে আকাশ দ্বীপের টানা দুই বলে সাজঘরে ফেরেন জাকির ও মুমিনুল। জাকির তিন রান করেন, মুমিনুল খুলতেই পারেননি রানের খাতা। দুজনই হন বোল্ড আউট।
বাংলাদেশের পক্ষে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত ১৫ রানে ও মুশফিক অপরাজিত চার রানে।