চরম ব্যাটিং ব্যর্থতা, চেন্নাইয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ভারতকে হারাবে বাংলাদেশ। এমন আশায় বুক বেধেছিলেন সমর্থকরা। ভক্তদের সেই প্রত্যাশা পূরণ তো দূরে থাক, ঠিকঠাক লড়াই করতে পারল না নাজমুল শান্তর দল। নির্বিষ বোলিংয়ের পর নির্জীব ব্যাটিংয়ে প্রায় দুই দিন আগেই চেন্নাই টেস্টে পরাজয় মেনে নিতে হয়েছে চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের। ২৮০ রানের বড় জয়ে সিরিজ শুরু করল ভারত।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬২.১ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩৪ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন শান্ত। ভারতের হয়ে সর্বোচ্চ ৬টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।
চেন্নাই টেস্টের চতুর্থ দিনে ৩৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। হাতে ছিল ৬ উইকেট। উইকেটে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। এই দুই ব্যাটারে চেন্নাই টেস্টে প্রতিরোধ গড়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে, সেই স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয়নি।
প্রথম ঘণ্টাটা বাংলাদেশ ভালোই কাটিয়েছিল। কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৩৬ রান। কিন্তু পানি পানের বিরতি থেকে ফিরে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। অশ্বিন চতুর্থ দিনে তার প্রথম ওভার করতে এসে চতুর্থ বলে ফেরান সাকিব আল হাসানকে। টেস্টে সাকিব আল হাসানের ব্যাটে রান–খরা যেন দূরই হচ্ছে না। এই নিয়ে ৭ ইনিংসে কোনো ফিফটি নেই বাংলাদেশের অলরাউন্ডারের। টেস্টে সাকিব সর্বশেষ ফিফটি পেয়েছিলেন গত বছরের এপ্রিলে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই ইনিংসে করেছেন ৫৬ বলে ২৫ রান। এরপর দ্রুতই জাদেজার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন দাসও। এরপর বিদায় নেন মিরাজ ও শান্তও। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান আসে শান্তর ব্যাট থেকে।
এর আগে, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছ ভারত। ৫১৪ রানে লিড নেওয়া দলটি বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দেয়। রোহিত শর্মা ইনিংস ঘোষণার সময় শুবমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন। টেস্টে বাংলাদেশ এর চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে তিনবার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেল বাংলাদেশ। সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে গ্রেনাডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ভারত তাদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে, সেই ইনিংসেও ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৪৯ রানে অলআউট হয় সফকারীরা। সবমিলিয়ে হতাশাময় এক ম্যাচই খেলল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৩৭৬
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯
ভারত ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৮৭/৪ ডিক্লে.
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৫) ৬২.১ ওভারে ২৩৪