কলকাতায় গম্ভীরের স্থলাভিষিক্ত হলেন ব্রাভো
কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গৌতম গম্ভীর। বর্তমানে তিনি ভারত জাতীয় দলের কোচ। গম্ভীরের জায়গায় মেন্টর হিসেবে ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়েছে কেকেআর। ২০২৫ মৌসুমে নতুন এই ভূমিকায় দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ তারকা ব্রাভোকে।
ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত আজ শুক্রবারের (২৭ সেপ্টেম্বর) প্রতিবেদন মতে, সম্প্রতি কেকেআর সিইও ভেঙ্কি মাইসৌরের সঙ্গে দেখা করেন ব্রাভো। ব্রাভোকে মেন্টর হিসেবে পেয়ে খুশি আইপিএলের দলটি।
মাইসৌর বলেন, ‘ব্রাভোকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। তার জয়ের তীব্র ক্ষুধা, দীর্ঘ অভিজ্ঞতা ও জ্ঞানের ব্যাপকতা আমাদের দল ও খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। তার কাছ থেকে দল সর্বোচ্চ সুবিধা পাবে বলে আশা করি।’
৪১ বছর বয়সী ব্রাভো বলেন, ‘ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আমি ১০ বছর ধরে ত্রিনবাগো নাইট রাইডার্সের (কেকেআরের ক্যারিবিয়ান দল) সঙ্গে আছি। কলকাতার পরিবেশ, খেলাটির প্রতি তাদের নিবেদন, সাজানো ব্যবস্থাপনা ও পারিবারিক পরিবেশ চমৎকার। তাদের কাজের পদ্ধতিও দারুণ। আশা করি, সবার সঙ্গে মিলে কেকেআরকে এগিয়ে নিতে পারব।’