আলোচিত টাইগার রবি নিষিদ্ধ হতে পারেন, দাবি ভারতীয় মিডিয়ার
কানপুর টেস্টের প্রথম দিন ম্যাচ ছাপিয়ে আলোচনায় ছিলেন টাইগার রবি। বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রবি অভিযোগ করেন, তাকে মারধর করা হয়েছে। গ্যালারিতে থাকা ভারতীয় ভক্তরা তাকে মেরেছে বলে দাবি করেন তিনি।
রবির দাবি নাকচ করে দেয় উত্তর প্রদেশ পুলিশ। জানানো হয়, মূলত পানি শূন্যতা থেকে মাথা ঘুরে পড়ে যান রবি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার সেই রবিকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। নিজেদের প্রতিবেদনে আজ এমন তথ্যই দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ।
এবিপি আনন্দ আরও জানায়, দেশে ফেরত পাঠানোর পাশাপাশি রবিকে আগামী পাঁচ বছরের জন্য ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। কানপুর থেকে আজই তাকে দিল্লিতে পাঠানোর কথা। সেখান থেকে বাংলাদেশে।
সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলছে— মেডিকেল ভিসা নিয়ে ভারতে যান রবি। তিনি দাবি করেছিলেন, চিকিৎসক করাতে ভারতে গেছেন। জানা গেছে, যক্ষ্মায় আক্রান্ত রবি। মেডিকেল ভিসা ও রোগ নিয়ে কীভাবে মাঠে গেছেন রবি, ভারতেরই কেউ কেউ তা নিয়ে প্রশ্ন তুলেছেন।