আইসিসি থেকে বড় সুখবর পেলেন মিরাজ
শেষের পথে অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্যারিয়ার। কে পূরণ করবেন তার সেই শূন্যস্থান? যে তালিকায় সবার ওপরে আছেন মেহেদী হাসান মিরাজ। সময়ের সাথে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই ক্রিকেটার। এবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর আইসিসি থেকে বড় সুখবর পেলেন ২৬ বছর বয়সী মিরাজ।
আজ বুধবার (২ অক্টোবর) আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন মিরাজ। যা তার ক্যারিয়াসেরা। চেন্নাই ও কানপুর টেস্টে দারুণ পারফরম্যান্সের কারণে দুই ধাপ ২৭২ রেটিং নিয়ে মিরাজ এখন পাঁচে। তিনে আছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং ২৮৫। আর শীর্ষে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। যার রেটিং ৪৬৮।
চেন্নাই টেস্টে দুই ইনিংস মিলে মাত্র ৩৫ রান করেছিলেন মিরাজ। কানপুরে ডানহাতি ব্যাটার করতে পেরেছিলেন ২৯ রান। বল হাতে ছিলেন সফল। প্রথম টেস্টে দুই ইনিংসে ৩ উইকেট নেয়া মিরাজ কানপুরে পেয়েছিলেন ৬টি। প্রথম ইনিংসে ৪১ রানে চারটি এবং দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে দুটি উইকেট পেয়েছিলেন।
এছাড়াও বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন মিরাজ। আরেক স্পিনার সাকিব এগিয়েছেন ৫ ধাপ। ৫৫২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ২৮ নম্বরে। আর প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ১৬ ধাপ লাফিয়ে ৪২ নম্বরে উঠেছেন মুমিনুল। ব্যাটসম্যানদের তালিকায় ৮৯৯ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট।
তবে, সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার শেষ হওয়ায় মিরাজের সামনে সুযোগ অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সেরা তিনে প্রবেশের। যা তিনি করে ফেলতে পারেন আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেই।