প্রথম বাংলাদেশি হিসেবে নাহিদার ১০০
স্কটল্যান্ডের বিপক্ষে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ স্মরণীয়। শুধু জয় নয় এই ম্যাচে দেখা গেছে দুটি মাইলফলকের। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেললেন নিগার সুলতানা। আর বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার গড়লেন ১০০ উইকেট নেওয়ার কীর্তি।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১৯তম ওভারে বোলিংয়ে এসে ব্যাটার ক্যাথারিন ফ্রেজারকে আউট করেন নাহিদা। আর এই উইকেট নিয়ে তিনি পৌঁছে যান শততম উইকেটের মাইলফলকে। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মাইলফলক স্পর্শ করলেন নাহিদা।
৮৮টি ম্যাচ খেলে ৮৭ ইনিংসে এমন কীর্তি গড়লেন নাহিদা। বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন সালমা খাতুন। ৯৫ ম্যাচে ৮৪ উইকেট রয়েছে তার নামের পাশে। এছাড়া ৮৭ ম্যাচে ৭৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সেরা উইকেটশিকারি রুমানা আহমেদ।
সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় নাহিদার পরে আছেন সালমা খাতুন। ৯৫ ম্যাচে ৮৪ উইকেট নিয়েছেন তিনি। ৮৭ ম্যাচে ৭৫ উইকেট নিয়ে তিনে রুমানা আহমেদ। ৮০ ম্যাচে ৫৮ উইকেট পেয়ে চার নম্বরে অবস্থান করছেন জাহানারা আলম।
এর আগে, আর এই ম্যাচে টস করতে নেমেই অন্যরকম এক সেঞ্চুরি পূরণ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন এই ক্রিকেটার। শুধু টি-টোয়েন্টি নয় বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কৃতিত্বও জ্যোতির দখলে। সাবেক অধিনায়ক সালমা খাতুন খেলেছেন ৯৫টি ম্যাচ। নাহিদা আক্তার ৮৮ ম্যাচ খেলেছেন। রুমানা আহমেদও সমান সংখ্যক ম্যাচ খেলেছেন। যদিও এই অলরাউন্ডার বিশ্বকাপ দলের স্কোয়াডে নেই।