বাংলার নারীদের স্মরণীয় দিন!
বাংলার মানুষের কাছে ক্রিকেট এক আবেগের নাম। একটা সময় ছেলেদের ক্রিকেট নিয়ে মেতে থাকা বাঙালি এখন নারী ক্রিকেটের খোঁজও রাখে বেশ ভালোভাবে। বাংলাদেশ নারী জাতীয় দল সেভাবেই গড়ে তুলছে নিজেদের। নিয়মিত সাফল্য না আসলেও ব্যর্থতার পাল্লা অতটা ভারী নয়। তবু, মনে রাখার মতো দিন খুব একটা আসেনি নারী ক্রিকেটে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ নারী জাতীয় দল এখন সংযুক্ত আরব আমিরাতে। মরুর দেশের তপ্ত গরম মাড়িয়ে জ্যোতি-নাহিদারা এনেছেন স্বস্তির হাওয়া। যে স্বস্তির সন্ধানে ১০টি বছর কেটেছে বাংলার মেয়েদের। বিশ্বকাপের প্রথম ম্যাচে গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ক্ষুদ্র সংস্করণের বিশ্বকাপে ১৬ ম্যাচ পর এসেছে জয়টি, সময়ের হিসেবে এক দশক!
শুধু একটি কারণেই দিনটি স্মরণীয় হতে পারত। কিন্তু, এর সঙ্গে যোগ হয়েছে আরও একাধিক উপলক্ষ। সবগুলোই রাঙিয়েছে মেয়েরা। এদিন মাঠে নেমে রেকর্ড গড়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার কীর্তি গড়েন জ্যোতি। স্কটল্যান্ডে ইনিংসের শেষ বলটি সম্পন্ন হওয়ার পর যখন নিশ্চিত হয় বাংলাদেশের জয়, মাটিতে মুখ লুকান জ্যোতি। চোখে তার আনন্দ অশ্রু।
যদি দৃষ্টি ফেরাই নাহিদা আক্তারের দিকে, অর্জনের পাল্লা ভারী করেছেন তিনিও। বাংলাদেশ ক্রিকেটের সেরা এই স্পিনার নিজেকে প্রমাণ করেছেন আগেই। এখন সামনে এগিয়ে চলার পালা। এরমধ্যে নিজের নামের পাশে যোগ করেছেন। অধিনায়কের মতো তিনিও গড়েছেন অন্যরকম এক শতক। প্রথম বাংলাদেশি নারী বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১০০ উইকেট। একই ম্যাচে ফাহিমা খাতুন স্পর্শ করেন ৫০ উইকেটের মাইলফলক।
জ্যোতি-নাহিদার মাইলফলকের দিনে ম্যাচ জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপে হয়েছে শুভসূচনা। আর এমন দিনের সাক্ষী হলেন ক্রিকেটার তাজ নাহার। বিশ্বকাপের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক ঘটে, কাল আবার ছিল তার জন্মদিন। কী ভাগ্যবতী তাজ, ভাবা যায়!