নির্বাচনের তফসিল ঘোষণা করল বাফুফে
ঘনিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের দিন। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ২৬ অক্টোবর ভাবা হচ্ছিল। সেটিই সত্যি হলো। বাফুফের পক্ষ থেকে আজ সোমবার (৭ অক্টোবর) ঘোষিত হলো নির্বাচনের তফসিল। সেখানে ২৬ অক্টোবর নির্বাচনের দিন হিসেবে চূড়ান্ত করা হয়।
নির্বাচনের আগে বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র কেনা যাবে তিন দিন। আগামী ৯, ১০ ও ১২ অক্টোবর আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র কিনতে পারবেন। জমা দেওয়ার শেষ সময় ১৪ ও ১৫ অক্টোবর। বাফুফের পক্ষ থেকে মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ অক্টোবর। কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে ১৯ ও ২০ অক্টোবর সেটি করতে পারবেন। চূড়ান্ত ভোটগ্রহণ হবে ২৬ অক্টোবর।
এর আগে বাফুফের কার্যনির্বাহী কমিটির ১১তম সভায় নির্বাচনকে সামনে রেখে গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মেজবাহউদ্দিনকে। এর আগের চার নির্বাচনেও তিনি একই দায়িত্বে ছিলেন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুর রহমান। সভায় অনুমোদন পেয়েছে আসন্ন নির্বাচনের ১৩৩ জন কাউন্সিলরের তালিকা। আপত্তি থাকায় বাদ পড়েন চারজন।
আসন্ন নির্বাচনে অংশ নেবেন না বর্তমান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এখন পর্যন্ত দুইজন ঘোষণা দিয়েছেন সভাপতি পদে দাঁড়ানোর—তরফদার রুহুল আমিন ও তাবিথ আউয়াল।