বিপিএলে কমছে ক্রিকেটারদের পারিশ্রমিক
আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। সেই আসরকে সামনে রেখে ক্রিকেটারদের পারিশ্রমিক কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিক না হলেও জানা গেছে, স্থানীয় ক্রিকেটাদের সঙ্গে বিদেশিদের খুব বেশি তফাৎ থাকবে না।
গত মৌসুমে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৮০ লাখ টাকা, সর্বনিম্ন ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার কিছুটা কমে সর্বোচ্চ ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন ৫ লাখ টাকার ক্যাটাগরিতে টাকার অংক বাড়ানো হয়েছে। এই ক্যাটাগরিতে ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা।
‘এ’ থেকে ‘এফ’ এই ছয়টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের গ্রেডিং করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা সর্বোচ্চ ৬০ লাখ টাকা পাবেন। এরপর ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি ২০ লাখ, ‘ই’ ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন। গত আসরে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৭০ হাজার ডলার থেকে শুরু হয়েছিল। ‘এ’ ক্যাটাগরি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল এটি। ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরি ৪০ হাজার, ‘ডি’ ক্যাটাগরি ৩০ হাজার ও ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারদের ২০ হাজার ডলার পারিশ্রমিক।
সর্বশেষ মৌসুমে খেলা ৩টি দল এবার অংশ নিচ্ছে না। সেখানে নতুন যাদের সুযোগ দিয়েছে বিসিবি এর মধ্যে চট্টগ্রাম ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি এখনো এন্ট্রি ফি পরিশোধ করেনি। মিরপুরে সাতটি দলের প্রতিনিধিদের সঙ্গে মিটিং শেষে সেটি স্বীকার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ‘এখনো কিছু পেমেন্ট বাকি আছে। আমরা সময় বাড়িয়েছি। আমাদের ড্রাফট যেহেতু ১৪ তারিখ।’