ফের ব্যাটিং ব্যর্থতায় অল্পতে শেষ বাংলাদেশ
পুরুষ দলের মাথাব্যথার কারণ ব্যাটিং ব্যর্থতা। নারী দলেও ভর করেছে ভূত। গত ম্যাচে ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ নারী দল। এবার ওয়েস্ট ইন্ডিজের সামনে অল্পতে গুঁড়িয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ক্যারিবীয়দের মাত্র ১০৪ রানের লক্ষ্য দিয়েছে নিগার সুলতানার দল।
বিশ্বকাপের ১৩তম ম্যাচে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। শারজাহতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানে থামে বাংলাদেশ।
দলের হয়ে অধিনায়ক নিগার সুলতানা ছাড়া কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ রানটাও এসেছে তার ব্যাট থেকে। ৩৯ রান করেন তিনি। ৪৪ বলে চার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। ১৮ বলে ১৯ রান করেন ওপেনার দিলারা আক্তার। ২২ বলে ১৬ রান করেন সোবহানা মোস্তারিন।
আজ মাঠে নামার আগে দুদলেরই প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতা সমানে সমান। এবারের বিশ্বকাপে শুরুটা স্বপ্নের মতো হয়েছিল বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ ১০ বছরের জয় খরা বাংলাদেশ নারী ক্রিকেট দল কাটায় স্কটল্যান্ডকে হারিয়ে। দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডের মেয়েদের সঙ্গে জ্যোতি-মারুফারা লড়াই করে হেরেছেন।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজও দুই ম্যাচ খেলে পেয়েছে একটি জয়। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মেয়েরা উড়িয়ে দিয়েছে ক্যারিবীয়দের। ম্যাচ জিতে নেয় ১০ উইকেটে। পরের ম্যাচে অবশ্য স্কটল্যান্ডকে পাত্তা দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। ৫০ বল হাতে রেখে ছয় উইকেটে ম্যাচ জেতে তারা।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দুটি করে ম্যাচ জিতে সেমি ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে। বাংলাদেশকে হারালে ওয়েস্ট ইন্ডিজও পাবে দুই জয়। সেক্ষেত্রে বিদায় অনেকটাই নিশ্চিত হবে বাংলাদেশের। তাই, বিশ্বকাপের সেমিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।