বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট আজ
আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। এবার অংশ নেবে সাতটি ফ্র্যাঞ্চাইজি। এই আসরের জন্য আজ সোমবার (১৪ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এদিনই দল গুছিয়ে নেবে সাত ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটের কার্যক্রম শুরু সকাল ১১টায়।
এবারের বিপিএলে অংশ নেবে ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। তবে, চারবার শিরোপা জিতে টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসরে অংশ নিচ্ছে না।
ড্রাফটে ‘এ’ শ্রেণির দেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ। সবমিলিয়ে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন— সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং তাসকিন আহমেদ।
ড্রাফটে নাম উঠছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী প্রায় সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের 'এ' ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। 'বি' ক্যাটাগরিতে ৩৮ জন, 'সি' ক্যাটাগরিতে ৬৬ জন, 'ডি' ক্যাটাগরিতে ১৩৫ জন ও 'ই' ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।