ফুরালো অপেক্ষা, মিউজিক ফেস্টের মঞ্চে রাহাত ফতেহ আলী
কখন বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে সংগীত পরিবেশন করবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। দুপুর থেকেই সেই অপেক্ষায় ছিলেন শ্রোতারা। অবশেষে অপেক্ষা ফুরিয়ে মিউজিক ফেস্টের মূল আকর্ষণ ফতেহ আলী খান মঞ্চে ওঠেন রাত ৯টায়। মিরপুর শেরেবাংলার দর্শকেরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
মঞ্চে উঠেই বাংলায় রাহাত ফতেহ আলী খান বলে ওঠেন, ‘আসসালামু আলাইকুম। বাংলাদেশ, আমি তোমাকে ভালোবাসি। আমি খুবই খুশি প্রথমবারের মতো বিপিএলে আসতে পেরে।
১৮০ মিনিট ধরে মঞ্চে গান গাইবেন তিনি। এরজন্য অবশ্য তিনি নিয়েছেন সাড়ে ৩ কোটি টাকারও বেশি। মিরপুর স্টেডিয়ামে অগণিত দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গান ধরলেন, ‘আল্লাহু আল্লাহু’। এরপর একে একে গেয়ে শোনান তার জনপ্রিয় গানগুলো। আয়োজনটি উপস্থাপনা করেন কাজী সাব্বির, নীল হুরেরজাহান।
রাহাত ফতেহ আলী খান কাওয়ালিশিল্পী হলেও বিশেষ কারণে তিনি অন্য অনেকের চেয়ে আলাদা। ঘণ্টার পর ঘণ্টা তার কাওয়ালিতে যেমন মন্ত্রমুগ্ধ হয়েছেন শ্রোতারা, তেমনি হিন্দি সিনেমার মেলোডি-নির্ভর গানেও তাকে পাওয়া গেছে সমানভাবে। রাহাত ফতেহ আলী খান সেই বিরল শিল্পীদের একজন।