আবারও চোটে নেইমার, কতদিন মাঠের বাইরে থাকবেন?
চোট যেন ছাড়ছেই না নেইমারকে। ফুটবলের চেয়ে চোটের সঙ্গে সখ্য বেশি ব্রাজিলিয়ান এই তারকার। চোট কাটিয়ে সম্প্রতি দীর্ঘ এক বছর পর মাঠে ফেরেন নেইমার। তবে, দুই সপ্তাহের মাথায় আবারও আঘাত পেয়েছেন তিনি।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলে আল-হিলাল ম্যাচ জিতেছে ঠিকই, তবে নেইমারের চোট দুশ্চিন্তা বাড়িয়েছে আরও একবার। এদিন ম্যাচের ৫৮ মিনিটে মাঠে নামা নেইমার খেলতে পারেনি পুরো ৩০ মিনিটও। ম্যাচের ৮৬ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।
নেইমারের চোট কতটা গুরুতর, সেটি এখনও নিশ্চিত করেনি আল-হিলাল কর্তৃপক্ষ। গোল ডটকমের প্রতিবেদনে জানা গেছে, সৌদি ক্লাবটির পরবর্তী দুই ম্যাচে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি। তার ফেরার সম্ভাব্য তারিখ আগামী ২৬ নভেম্বর। সেই হিসেবে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে।
এদিকে চোট পাওয়ার পর নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে নেইমার লেখেন, ‘আশাকরি বড় কিছু হয়নি। এক বছর পর মাঠে ফিরে কিছুটা অস্বস্তি অনুভব করা স্বাভাবিক। ডাক্তাররা ইতোমধ্যেই আমাকে সতর্ক করেছে। আমিও মাঠে বেশ সতর্কতার সঙ্গে খেলব, যাতে আরও বেশি সময় মাঠে কাটাতে পারি।’