নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন মার্টিনেজ
গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটিতে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে উদযাপনের অঙ্গভঙ্গি করেন এমিলিয়ানো মার্টিনেজ। এমন আচরণের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফের জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন মার্টিনেজ।
চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে আবারও ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা। লিওনেল স্কালোনির স্কোয়াডে রাখা হয়েছে মার্টিনেজকে। লিওনেল মেসিকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে অবশ্য নেই পাওলো দিবালা। প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন এনজো বারেনেচিয়া। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা থেকে বর্তমানে ধারে খেলছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায়।
সুসময় চলছে মার্টিনেজের। সম্প্রতি ব্যালন ডি’অরে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন মার্টিনেজ। টানা দ্বিতীয়বারের মতো তার হাতে উঠেছে এই পুরস্কার। এরপর সুযোগ পেলেন জাতীয় দলেও। এবার পালা বিশ্বসেরাদের জার্সিতে মাঠে ফেরার।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার পরের দুই ম্যাচ প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে। আগামী ১৫ নভেম্বর প্যারাগুয়ের সঙ্গে ম্যাচটি অ্যাওয়ে। তবে, ২০ নভেম্বর পেরুর বিপক্ষে ম্যাচটি ঘরের মাঠে খেলবেন মেসি-মার্টিনেজরা।
বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলে শীর্ষে আর্জেন্টিনা। ১০ ম্যাচে সাত জয় ও এক ড্র ও দুই হারে ২২ পয়েন্ট দলটির।