মাঠের অবস্থা বুঝে সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় বাংলাদেশ
ওয়ানডে ক্রিকেট বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট। সেই ফরম্যাটে প্রায় আট মাস পর খেলতে নামে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে গত ৬ নভেম্বর লাল-সবুজের প্রতিনিধিরা অবশ্য ফেরাটা রঙিন করতে পারেনি। রঙিন পোশাকে ফেরার দিনটি কেটেছে হতাশা ও মলিনতায়।
প্রথম ওয়ানডে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সফরকারীদের সামনে। তবে, শারজার মাঠও বড় ফ্যাক্টর বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচটি ছিল ২৯ বছর এই মাঠে বাংলাদেশ দলের প্রথম ওয়ানডে। বর্তমান দলের কেউই খেলেননি এর আগে। যেখানে শারজার মাঠ হাতের তালুর মতো চেনা আফগানিস্তানের কাছে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল শনিবার (৯ নভেম্বর)। এর আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। উঠে আসে মাঠের প্রসঙ্গ। মিরাজ জানান, একটা ম্যাচ খেলে মাঠ সম্পর্কে ধারণা পেয়েছে দল।
মিরাজ বলেন, ‘আমরা একটা ম্যাচ খেলেছি এখানে। এই মাঠে খেলার পর একটা ধারণা হয়েছে এখানকার অবস্থা সম্পর্কে। আমরা ওয়ানডেও খেলেছি সাত-আট মাস পরে। সবাই অনুশীলনে জোর দিচ্ছে, ম্যাচে কীভাবে মোমেন্টাম নিতে হয়। পরের দুই ম্যাচ না ভেবে, দ্বিতীয় ম্যাচটা নিয়ে ভাবছি আমরা। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি সবাই।’