আবারও ফ্রান্স দলে নেই এমবাপ্পে
চোটের কারণ দেখিয়ে গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। আবারও রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকারকে ছাড়াই দল ঘোষণা করেছে ফ্রান্স। চলতি নভেম্বরে উয়েফা নেশন্স লিগের দুই ম্যাচের স্কোয়াড জানিয়েছে ফ্রান্স। যেখানে রাখা হয়নি এমবাপ্পেকে।
বিইন স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, নেশন্স লিগের গ্রুপ পর্বের পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। ম্যাচ দুটির জন্য ২৩ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। যেখানে এমবাপ্পেকে দলে না রাখার কোনো কারণ জানানো হয়নি।
এমবাপ্পেকে দলে না রাখার ব্যাপারে অবশ্য কথা বলেছেন ফরাসি কোচ। দিদিয়ের দেশম বলেন, ‘অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে, এই মুহূর্তে এটিই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এমবাপ্পের সঙ্গেও কথা হয়েছে। আগামী দুই ম্যাচের জন্য তাকে রাখা হচ্ছে না।’
আগামী ১৪ নভেম্বর ইসরায়েলকে আতিথ্য দেবে দিদিয়ের দেশমের দল। এর তিনদিন পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির মুখোমুখি হবে ফরাসিরা।
ফ্রান্স স্কোয়াড
গোলরক্ষক : লুকা শেভালিয়েঁ, মাইক মাইনিও, ব্রাইস সাম্বা।
ডিফেন্ডার : জনাথন ক্লুস, লুকা দিনিয়ে, ওয়েসলে ফোফানা, থিও হার্নান্দেস , ইব্রাহিমা কোনাতে, জুল কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।
মিডফিল্ডার : এদুয়ার্দো কামাভিঙ্গা, মাতেও গেন্দুসি, এনগলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবিও, ওয়ারেন জাইরে-এমেরি।
ফরোয়ার্ড : ব্রাদলে বারকোলা, উসমান দেম্বেলে, কোলোমুয়ানি, ক্রিস্তোফার এনকুঙ্কু, মিকেল অলিস, মার্কাস থুরাম।