সতীর্থদের ভোট ছাড়াই ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার এমবাপ্পে
একজন নিজেকে রিয়াল মাদ্রিদের ইতিহাসের অংশ বানিয়েছেন। আরেকজন একই ক্লাবে এসেছেন আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে। মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড বেনজেমা ক্যারিয়ারের একমাত্র ব্যালন ডি’অর জিতেছেন এই ক্লাব থেকে। চলতি মৌসুমে স্প্যানিশ ক্লাবে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে লস ব্লাংকো ভক্তদের আশার শেষ নেই।
বেনজেমা ও এমবাপ্পের মধ্যে মিল আছে আরেক জায়গায়। জাতীয় দলে দুজনই ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। এমবাপ্পে সম্প্রতি জিতেছেন ফ্রান্স ফুটবলের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। চতুর্থবারের মতো এই পুরস্কার নিজের করে নেন এমবাপ্পে।
তবে, পুরস্কার জেতার পথে বেনজেমার ভোট পাননি এমবাপ্পে। ফ্রান্সের সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড বেনজেমা বেছে নিয়েছেন আর্সেনাল তারকা উইলিয়াম সালিবা, বার্সেলোনা ফুলব্যাক জুল কুন্দে ও রিয়াল তারকা এদুয়ার্দো কামাভিঙ্গাকে। আরেক তারকা আঁতোয়ান গ্রিজম্যানও প্রথম ভোট দেননি এমবাপ্পেকে। তিনি অবশ্য দুইয়ে রাখেন তাকে। এমন খবরই জানিয়েছে গোল ডটকম।
সেরা হওয়ার লড়াইয়ে সালিবার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় এমবাপ্পের। তবু, নিজের প্রথম ভোট সালিবাকেই দিয়েছেন তিনি। সেরা তিন ফরাসি ফুটবলার হিসেবে বিশ্বকাপজয়ী এমবাপ্পে সালিবার পাশাপাশি বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদে তার দুই সতীর্থ কামাভিঙ্গা ও অরেলিয়েঁ চুয়ামেনিকে।