ওয়েস্ট ইন্ডিজে হাসান মুরাদের হ্যাটট্রিকে প্রস্তুতি সারল বাংলাদেশ
মূল লড়াইয়ে নামার আগে ভালোভাবে অনুশীলন শেষ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্রতে শেষ হয়েছে। ম্যাচের শেষ দিনে হ্যাটট্রিক করেন তরুণ স্পিনার হাসান মুরাদ। ২৩ বছর বয়সী এই তারকার বোলিংয়ে প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে বাংলাদেশ।
বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। এদিন মাত্র ২৫.৪ ওভার খেলা হয়। তাতেই হ্যাটট্রিকের স্বাদ নেন বাঁহাতি স্পিনার মুরাদ। ১.৪ ওভারে মাত্র এক রান দিয়ে তিন উইকেট শিকার করেন তিনি। সবমিলিয়ে উইন্ডিজরা ২৭.৪ ওভারে ৯ উইকেটে ৮৭ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। এর আগে আগে ব্যাট করে ৭৩.২ ওভারে ২৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
ম্যাচে অবশ্য ফল মূখ্য ছিল না। নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে দুদিনে আলো ছড়ান বাংলাদেশি বোলাররা। এখনও টেস্ট অভিষেক হয়নি মুরাদের। তবে, অভিষেকের আগেই নিজেকে প্রমাণ করলেন তিনি। ম্যাচের ২৬তম ওভারে প্রথম ওভার করেন মুরাদ। সেই ওভারে এক রান দেন। পরের ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পান হ্যাটট্রিকের স্বাদ।
আগামী ২২ নভেম্বর থেকে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।