তিন পেসার নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
চলতি বছরে নিজেদের শেষ টেস্ট সিরিজ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটিতে ক্যারিবীয়দের বিপক্ষে তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পেস সহায়ক উইকেটে বাংলাদেশ সুযোগ দিয়েছে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে।
এই উইকেটে প্রথম ঘণ্টায় বোলাররা সুযোগ পাবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে বোলিং নেবার সময় জানিয়েছেন তেমনটাই। এবার মাঠে তাসকিন-শরিফুলরা তার প্রতিফলন ঘটাতে পারেন সেটাই দেখার পালা।
অন্যদিকে বাংলাদেশকে গুড়িয়ে দিতে এই টেস্টে ৫ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে পেস বিভাগে আছেন আলজারি জোসেফ, জেডেন সিলস ও শামার জোসেফ। তাদের সঙ্গে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। তবে বাংলাদেশের স্কোয়াডে স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
অ্যান্টিগার এই মাঠে আগে সিরিজে বাংলাদেশের ব্যাটিং ছিল দুঃস্বপ্নের মতো। সর্বশেষ দুই টেস্টের দুটিরই প্রথম ইনিংসে যথাক্রমে ১০৩ ও ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার সেই ইতিহাস পাল্টে ভালো কিছুর প্রত্যাশায় মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের দল।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডেন সিলস।