আইপিএলের মেগা নিলাম কখন-কোথায় দেখবেন
আইপিএলের ২০২৫ আসর শুরু হতে এখনও মাস চারেক বাকি। খেলোয়াড় বিকিকিনির সেই মহাযজ্ঞ চলবে সৌদি আরবের রাজধানী জেদ্দায়। দুই দিনব্যাপী সেই নিলামকে সামনে রেখে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু নিলাম শুরুর অপেক্ষা। এর আগে জেনে নেওয়া যাক দর্শকরা কখন-কিভাবে দেখবেন সেই মেগা নিলাম।
আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটে শুরু হবে মেগা নিলাম। বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল চারটায় শুরু হবে নিলাম। বাংলাদেশি ও ভারতীয় দর্শকরা স্টার স্পোর্টস নেটওয়ার্কে পুরো আয়োজন সরাসরি দেখার সুযোগ পাবেন। এছাড়াও জিও সিনেমা অ্যাপের মাধ্যমে অনলাইনেও মেগা নিলাম উপভোগ করতে পারবেন দর্শকরা।
জানিয়ে রাখা ভালো এবারের মেগা নিলামের আগে সর্বোচ্চ ছয়জন পুরোনো খেলোয়াড় ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছিল দলগুলোকে। সবমিলিয়ে দলগুলো সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৮ জনের স্কোয়াড তৈরি করতে পারবে। শুরুতে এবারের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১৫৭৪ জন খেলোয়াড়। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে শেষ পর্যন্ত ৫৭৪ জন খেলোয়াড় নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। যার মধ্যে আছে ১২ বাংলাদেশি। দেখার বিষয় এবারের নিলামে ডাক পায় কোন ক্রিকেটার।
নিয়ম অনুযায়ী নিলামের শুরুতে ডাকা হবে মারকুই খেলোয়াড়দের। দলগুলোর আগ্রহের ভিত্তিতে সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের এই শ্রেণিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। নিলামে দুই সেটে থাকবেন মার্কি খেলোয়াড়রা, প্রতি সেটে ৬ জন করে। এরপর পর্যায়ক্রমে ডাকা হবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ব্যাটসম্যান, অলরাউন্ডার, উইকেটরক্ষক ব্যাটার, ফাস্ট বোলার, স্পিনার ক্যাটাগরির খেলোয়াড়দের।
২০২৫ আইপিএল আগামী ১৪ মার্চ শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, বেশির ভাগ আইসিসি পূর্ণ সদস্যদেশের খেলোয়াড়েরা পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন। তবে এর মধ্যে পাকিস্তান নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিকভাবে বৈরী সম্পর্ক থাকায় ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণের পর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।