চিত্রনায়কদের নিয়ে এনসিএলের জমজমাট উদ্বোধন
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চারদিনের ফরম্যাটের লড়াই শুরু হয়েছে আগেই। যা শেষ হলে টি-টোয়েন্টি ফরম্যাটে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ব্যাটে-বলে লড়াই শুরুর আগে আজ শনিবার (২৩ নভেম্বর) হয়ে গেল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চিত্রনায়ক সিয়াম আহমেদ-আমিন খানদের নিয়ে হয়ে গেল উদ্বোধন অনুষ্ঠান।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বলার মতো ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল। যাকে ঘিরেই যত আয়োজন। তবে এবার এনসিএলেও টি-টোয়েন্টি ফরম্যাট রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার উদ্বোধনী দিনটাই হয়েছে দারুণ জমজমাট। অনুষ্ঠানে থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ।
এ ছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও বিসিবি পরিচালক ফাহিম সিনহা। ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং আমিন খান।
আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট
টুর্নামেন্টের ফাইনাল হবে ২৩ ডিসেম্বর। টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এই টুর্নামেন্ট শেষ হতে না হতেই একই ভেন্যুতে বাজবে বিপিএল শুরুর গান। ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে দেশের সবচেয়ে জমজমাট ঘরোয়া টুর্নামেন্টের আসর।