কঠিন চ্যালেঞ্জ নিয়ে তৃতীয় দিনের লড়াইয়ে বাংলাদেশ
বোলিংয়ে আশা জাগিয়েও ওয়েস্ট ইন্ডিজকে অল্পতে থামাতে পারেনি বাংলাদেশ। জাস্টিন গ্রিভসের সেঞ্চুরিতে ক্যারিবীয়রা পেয়েছে সাড়ে ৪০০ রান। বিপরীতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। কঠিন রানের ভোজা মাথায় নিয়ে আজ রোববার (২৪ নভেম্বর) অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
গতকাল অ্যান্টিগায় বাংলাদেশি বোলারদের সামনে দুঃস্বপ্নের নাম হয়ে ওঠেন জাস্টিন গ্রিভস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া গ্রিভস শেষ পর্যন্ত ১১৫ রানে অপরাজিত থেকে উইকেট ছাড়েন। তার ব্যাটে ভর দিয়ে বড় পুঁজি পাওয়া ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সামনে দাঁড় করান পাহাড় সমান দেয়াল। ব্যাটিং দাপটে স্কোরবোর্ডে ৯ উইকেটে ৪৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। ২০১৪ সালের পর ঘরের মাঠে এটিই তাদের সর্বোচ্চ ইনিংস। দলের হয়ে ১১৫ রানে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফেরেন গ্রিভস।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণার পর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২১ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দুই ওপেনার জয় ও জাকির দুজনেই প্রতিপক্ষকে উইকেট উপহার দেন। তাদের বিদায়ের পর শেষ পর্যন্ত ২ উইকেটে ৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ থেকে ৪১০ রানে পিছিয়ে থেকে আজ টেস্টের তৃতীয় দিন শুরু করেছে মেহেদী হাসান মিরাজের দল।
পুরোনো ব্যাটিং ব্যর্থতা পেছনে ফেলে আজ থিতু হওয়াই বড় চ্যালেঞ্জ মিরাজদের সামনে। ক্যারিবীয়দের রান চেজ করতে হলে সেই চ্যালেঞ্জে পাশ করতে হবে বাংলাদেশি ব্যাটারদের।