আইসিসির মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের সুপ্তা
দীর্ঘ সময় পর বাইশ গজে ফিরে আলো ছড়ান শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ধারাবহিক ছিলেন তিনি। প্রতিটি ম্যাচে হেসেছিল সুপ্তার ব্যাট। তার অসাধারণ পারফরম্যান্সে আইরিশদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
দারুণ পারফরম্যান্সের প্রতিদান পেলেন সুপ্তা। আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আইসিসি সেরা তিনের নাম প্রকাশ করেছে। সেখানে জায়গা করে নিয়েছেন ২৮ বছর বয়সী সুপ্তা।
আইরিশ সিরিজে তিন ম্যাচে সুপ্তার ব্যাট থেকে আসে ২১১ রান। প্রথম ম্যাচে খেলেন ৯৬ রানের ঝলমলে ইনিংস। গড় ও স্ট্রাইক রেট ছিল চমৎকার। সেরা হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন তিনি।
সেরা তিনের তালিকায় বাকি দুই নাম— দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাদিনে ডি ক্লার্ক ও ইংল্যান্ডের ব্যাটার ড্যানি ওয়েট হজ। নাদিনে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে দুই ম্যাচে ৮০ ও অপরাজিত ২৯ রান করার পাশাপাশি তুলে নেন চার উইকেট। অন্যদিকে, তিন ম্যাচে ড্যানি করেন ১৪২ রান। টি-টোয়েন্টির আদর্শ ব্যাটিং করেন ১৬৩.২১ গড়ে।