পাকিস্তানের কোচের পদ ছাড়লেন গিলেস্পি
জেসন গিলেস্পি কোচের পদ ছাড়ছেন, এমন গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাতে এমন খবর প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো। পাকিস্তানের টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্বরত ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গিলেস্পি।
গত নভেম্বরে হঠাৎ চাউর হয়, গিলেস্পিকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে পিসিবি। তবে, সেই খবর প্রত্যাখ্যান করে বোর্ড। যদিও গিলেস্পির দায়িত্ব বেশিদিন ছিল না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি মাসের শেষ দিকে শুরু হবে পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে সরে দাঁড়ালেন গিলেস্পি নিজে। প্রোটিয়া সিরিজে অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলাবেন আকিব জাভেদ।
পাকিস্তান ক্রিকেটে কোচ বদল হওয়াটা নিয়মিত ঘটনা। বোর্ডেই যেখানে অদলবদল ঘটে কদিন পরপর, সেখানে কোচদের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়া অস্বাভাবিক নয়। চলতি বছর এপ্রিলে দুই বছরের জন্য পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পান গ্যারি কার্স্টেন। ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেনকে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু, মাত্র ছয় মাসের মাথায় গত অক্টোবরে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
বলা যায়, পাকিস্তান ক্রিকেটের কোচের পদ অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। কে কখন বসে পড়ে, কে ছিটকে যায়, আন্দাজ করা বেশ মুশকিল।