পাকিস্তান সফরে ওয়ানডে খেলবে না বাংলাদেশ

ক্রিকেটের সূচি অনুযায়ী চলতি বছর মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ। সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুদলের। সর্বশেষ তথ্য মতে, সফরে কোনো ওয়ানডে খেলা হবে না। ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ বাড়ানোর কথা ভাবছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
ক্রিকবাজে প্রকাশিত আজ রোববারের (৩০ মার্চ) প্রতিবেদন বলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শিডিউলে পরিবর্তন আনার আগ্রহ প্রকাশ করেছে। ওয়ানডে সিরিজ পুরোপুরি বাদ দিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আরও ২ ম্যাচ বাড়ানো হবে। সিরিজটি হবে ৫ টি-টোয়েন্টির।
সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। ভারতে অনুষ্ঠেয় আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তাছাড়া, ২০২৬ সালে আছে বিশ্বকাপ। যে কারণে বাংলাদেশ ও পাকিস্তান দুদলই জোর দিচ্ছে ক্ষুদ্র সংস্করণে।
এছাড়া, আগামী জুলাইয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফি চলকালীন বিসিবি ও পিসিবির সভাপতি আলোচনার পর সিরিজটি চূড়ান্ত করেন। সিরিজটি যদিও ক্রিকেট এফটিপির অংশ নয়, তবে দুই বোর্ড নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এটি আয়োজন করতে রাজি হয়েছে।
পাকিস্তান সফরের আগে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ ২০-২৪ এপ্রিল। দ্বিতীয় ও শেষ টেস্ট চলবে ২৮ এপ্রিল-২ মে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।