লজ্জা ভুলে টি-টোয়েন্টিতে সেরাটা দেওয়ার আশ্বাস লিটনের
টেস্ট ও ওয়ানডের পর বাংলাদেশের মিশন এবার টি-টোয়েন্টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর থেকে। ক্ষুদ্র সংস্করণকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না দল। এই সিরিজে নিজেদের ফিরে পাওয়ার প্রত্যয় লাল-সবুজের প্রতিনিধিদের।
টি-টোয়েন্টিতে নিঃসন্দেহে ওয়েস্ট ইন্ডিজ বড় দল। তার ওপর ঘরের মাঠের চেনা কন্ডিশন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজে। যদিও, টুর্নামেন্ট আর সিরিজে ভিন্নতা আছে। এই সিরিজে বাংলাদেশের অধিনায়কত্ব করতে যাওয়া লিটন দাস জানালেন সেই কথা। পাশাপাশি মনে করিয়ে দিলেন বাংলাদেশের সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা।
লিটন বলেন, ‘অনুশীলনে ঘাটতি নেই কোনো। দলের বেশিরভাগ ক্রিকেটার খেলার মধ্যে আছে। আমরা যখন অনুশীলন করেছি, খেয়াল করেছি উইকেটে ভিন্নতা আছে। বিশ্বকাপের উইকেটের সঙ্গে বেশ পার্থক্য আছে। টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়। তার ওপর ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠ। দল নিয়ে আমাদের এখনও পরিকল্পনা হয়নি। কন্ডিশন অনুযায়ী দল বাছাই করব। মাঠে সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
১৬ ডিসেম্বর কিংসটাউনের আর্নোস ভেল মাঠে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর।