সতীর্থদের অনুপ্রেরণায় ছন্দে ফিরবেন লিটন, বিশ্বাস প্রধান নির্বাচকের
লম্বা সময় ধরে হাসছে না লিটন দাসের ব্যাট। বিশেষ করে তার শূন্যের ফাঁড়া যেন কাটছেই না। চলতি বছর খেলা ৫ ওয়ানডের ৩টিতেই শূন্য রানে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতেও তাঁর নামের পাশে ছিল শূন্য। টি-টোয়েন্টি সিরিজেও সেই ধারাবাহিতা ধরে রাখলেন লিটন দাস।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি সিরিজের প্রথমটিতেও হতাশ করেছেন লিটন। আকিল হোসেনের বলে ‘গোল্ডেন ডাক’ নিয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশি তারকা।
এই শূন্যতে আরও দীর্ঘায়িত হলো লিটনের ব্যর্থতা। এই ব্যর্থ সময়ে তাকে টি-টোয়েন্টি ফরম্যাটের ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়েছে। এতে স্বাভাবিকভাবে চাপ বেড়েছে তার। তাই সমালোচনাও হচ্ছে ক্রিকেট পাড়ায়। যদিও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, লিটনকে অধিনায়ক করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত তারা নেননি। পুরোটাই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।
বিজয় দিবসের দিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক বলেছেন, 'দেখুন আমাদের যে দায়িত্ব তার মধ্যে জাতীয় দল নির্বাচনটা আমাদের। কিন্তু অধিনায়ক কে হবে না হবে এটা পুরোটাই বোর্ডের সিদ্ধান্ত। অধিনায়ক কতদিন থাকবেন বা দীর্ঘমেয়াদী কিনা এই সব কিছুই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখতিয়ার।'
অধিনায়ক হিসেবে লিটনকে নির্বাচন করলেও তার ওপর আস্থা আছে লিপুর। এই খারাপ সময়ে সতীর্থদের সাপোর্ট পেয়ে লিটন ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস নির্বাচকের।
লিপু বলেন, ‘লিটন যে সময় পার করছে এই সময়ে পুরো দল তাকে যেভাবে সাপোর্ট করেছে এটা অনেক কিছু। নিজে পারফর্ম না করেও জয়ী দলের অধিনায়ক হওয়া কমকিছু নয়। সতীর্থদের এই সাপোর্ট আশাকরি লিটনকে অনুপ্রেরণা দেবে। এটা তাকে ফর্মে ফিরতে সাহায্য করবে আশাকরি।’